Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে দুই শ্রমিকের লাশ উদ্ধার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে একজনের ও গতকাল মঙ্গলবার সকালে অপর একজনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া বেগম বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে সোমবার বিকাল ৩টার দিকে চিকাডহর গ্রামের রহিম ও তার সহযোগীদের গর্তে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঝুঁকিপূর্ণভাবে পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ গর্ত ধসে মাটি ও পাথর চাপায় দুই শ্রমিক মারা যান। নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের ছেলে সেলিম মিয়া ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহত ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

 

 





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ