Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় আন্তজার্তিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রæয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ৮ ফেব্রæয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে।
বিশ্বের স্বনামধন্য ক্বারী এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমান, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এ বছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রনাই, মালয়েশিয়া, মিসরের ক্বারীগণ উপস্থিত থাকবেন।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয় মরহুম মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ.-এর হাত ধরে। হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ. ছিলেন ইক্বরার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।

এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রæপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইক্বরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ