Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমতলী সীমান্তে ফেন্সিডিলসহ ২জন আটক

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে আমতলী বিওপির আওতায় স্বরস্বতিপুর এলাকায় অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মদসহ ২ জন চোরাকারবারিকে আটক করেন ২৯ বিজিবির সদস্যরা। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার সময় ফুলবাড়ীর ২৯ বিজিবির আওতায় আমতলী ক্যাম্পের টহল দলের হাবিলদার মো. ইসমাইল হোসেন গোপন সূত্রে খবর পেয়ে ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে আমতলী সীমান্তের নিকটস্থ স্থানের স্বরস্বতিপুর এলাকায় ওঁত পেতে চোরাকারবারিদেরকে ধাওয়া করলে তারা মাদকের পোটলা ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা ২জন চোরাকারবারিকে ২১৫ বোতল ফেন্সিডিল ও মদসহ আটক করেন।
পরে বিজিবি বাদী হয়ে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য আইনে আটককৃত ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ীর ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলীর সাথে গতকাল রবিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আটকের কথা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ