Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজটেক বিটুবি কনফারেন্স শুরু ২১ মে

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্থানীয় বাজারে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার বাজার সম্প্রসারণে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বেসিস আয়োজন করতে যাচ্ছে ‘বিজটেক বিটুবি কনফারেন্স’, যা দেশের প্রথম ভিন্নধর্মী বিজনেস সল্যুউশন প্রদর্শনী। যেখানে ব্যাংকিং ও ফিন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য ও তৈরি পোশাক খাতের উপর ইন্ডাস্ট্রি পেপার উপস্থাপন, আলাদা ৪টি গোলটেবিল বৈঠক, প্রদর্শনী এবং বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে। আগামী ২১ ও ২২ মে ২০১৬ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই বিজটেক বিটুবি কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিস্তারিত জানাতে সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র্রে (বিআইসিসি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম ও এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশীদ ও বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ। আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেসিসের মহাসচিব ও বিজটেক বিটুবি কনফারেন্সের আহ্বায়ক উত্তম কুমার পাল। প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রযাত্রায় আমরা ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে রফতানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। আর এজন্য আমাদের দেশি কোম্পানির স্থানীয় বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রচার, প্রসার প্রয়োজন। সেই লক্ষ্য নিয়ে বেসিসকে সঙ্গে নিয়ে আমরা বিজটেক বিটুবি কনফারেন্স আয়োজন করছি। আমরা প্রত্যাশা করি এর মাধ্যমে দেশের বড় খাতগুলো তাদের প্রয়োজনীয় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা আমাদের দেশি কোম্পানিগুলোর কাছ থেকেই বেছে নেবে ও তাদের সচেতনতা বাড়বে। এগিয়ে যাবে দেশের তথ্যপ্রযুক্তি খাত, বাস্তবায়িত হবে ডিজিটাল বাংলাদেশ। হ আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজটেক বিটুবি কনফারেন্স শুরু ২১ মে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ