Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোবট পরীক্ষার্থী

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

রোবট এখন আর কায়িক পরিশ্রমই করে না। বুদ্ধিভিত্তিক কাজও করছে রোবট। এমনকি মানুষের সঙ্গে বুদ্ধিতে টেক্কাও দিচ্ছে এটি। এবার মানুষের সঙ্গে পরীক্ষার হলে পরীক্ষা দিতে দেখা যাবে রোবটকে। এই ঘটনা ঘটতে যাচ্ছে চীনে। চীনের প্রথম সারির একটি কলেজে ২০১৭ তে পরীক্ষায় বসানো হবে একটি রোবটকে। তিনটি বিষয়ে পরীক্ষায় বসবে সে। অঙ্ক, চীনা ভাষা ও লিবারেল আর্টস। যার মধ্যে রয়েছে ইতিহাস-ভূগোল-রাজনীতি। অন্যান্য পরীক্ষার্থীদের মত একই সময়ে পরীক্ষা শেষ করতে হবে রোবটকে। তবে অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে নয়, তাকে বসানো হবে আলাদা একটি বন্ধ ঘরে। থাকবে একজন ব্যক্তি। পরীক্ষার আগে একটি প্রিন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা কার্যকরী হবে, তা পরীক্ষা করে দেখতেই এই ব্যবস্থা। ২০২০ সালে রোবট কলেজে ভর্তির পরীক্ষায় বসবে বলে জানা গেছে।

হ আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোবট পরীক্ষার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ