Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০০ এএম

রাজশাহী জেলা সংবাদদাতা : প্রেমিকের সঙ্গে বিয়েতে পরিবার আপত্তি তোলায় আত্মহত্যা করেছে রাজশাহীর এক স্কুলছাত্রী। আজ সোমবার সকালে আমেনা খাতুন (১৪) নামের ওই স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো ওই ছাত্রী। আমেনা খাতুন নগরীর উপকণ্ঠ শ্যামপুর বালুরঘাট শান্তিনগর এলাকার হায়দার আলীর মেয়ে। প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। খবর পেয়ে লাশ উদ্ধার করে নগরীর মতিহার থানা পুলিশ।
তার বাবা হায়দার আলী জানান, তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রতিবেশী যুবক রেজাউল করিম। ওই যুবক বেকার হওয়ায় তারা বিয়েতে রাজি ছিলেননা। এনিয়ে আজ সোমবার বিকালে তাদের মতামত জানানোর কথা ছিলো। কিন্তু তার আগেই অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস সে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন। তবে এনিয়ে পরিবারের কোন অভিযোগ নেই। তারা ময়নাতদন্তও করতে চাননা। আবেদনের প্রেক্ষিতে ওই পরিবারকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ