Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে বাড়ির সীমানা প্রাচীর বিরোধ ভাইয়ের হাতে খুন

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাই আকমাল হোসেনকে (৩০) প্রকাশ্যে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে বড় ভাই ও তার পরিবারের লোকজন। আজ সোমবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় আকমালের স্ত্রীসহ দুই সন্তানকে ঘরে আটকে রেখে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। নিহত আকমাল হোসেন ওই এলাকার বলাই হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বলাই হোসেনের ছেলে আকমাল হোসেনের সঙ্গে তার বড় ভাই সাদেক হোসেনের পূর্ব বিরোধ চলে আসছিলো। এ নিয়ে প্রায় সময়ই দুই ভাইসহ তাদের পরিবারের মাঝে ঝগড়া বিবাধ ও মারপিটের ঘটনা ঘটতো। আজ সোমবার সকাল ৮টার দিকে বাড়ির সীমানা নিয়ে ফের আকমাল হোসেনের সঙ্গে বড় ভাই সাদেক হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাদেক হোসেন, তার ছেলে সুমন ও সোহাগ ধারালো বটি দিয়ে আকমাল হোসেনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। পরে হত্যাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধারালো বটি ও লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী মরজিনা আক্তার অভিযোগ করে জানান, ভাসুর সাদেক হোসেনের স্ত্রী সুমা বেগম, মেয়ে তাকমিনা ও নিলা মিলে তাকে ও তার দুই মেয়ে রিয়া (৯) ও ফাতেমাকে (৫) ঘরে আটকে রাখে। এরপর ভাসুর সাদেক হোসেন ও ভাসুরের দুই ছেলে সুমন ও সোহাগ মিলে তার স্বামী আকমাল হোসেনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, হত্যার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ