Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগরে একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে লেবার সরদার সাহাবুদ্দিন (৪০) ও আলমাছ তালুকদার (৩০) বিষক্রিয়ায় দু’শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৬ জন। আজ সোমবার দুপুরে উপজেলার ধর্মগঞ্জের মাওলাবাজার এলাকায় অবস্থিত মোল্লা সুপার সল্টের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। শহরের ৩’শ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহমিনা নাজমীন জানান, বিষক্রিয়ার ওই দু’শ্রমিকের মৃত্যু হয়েছে। ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ৬ জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মোল্লা সুপার সল্টের মেকানিক্যাল টেকনিশিয়ান মাসুম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাউস পরিষ্কার করতে নামের ৮ জন শ্রমিক। দুপুর দেড়টার দিকে বিষক্রিয়ায় তারা সকলেই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, দু’জন শ্রমিকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ