Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বাগেরহাটে কলেজ ছাত্র হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটে কলেজ ছাত্র আল আমিন শেখ বাপ্পা (১৮) হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জাকারিয়া হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একইসঙ্গে আদালত তাদের বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী কাজী মোয়ার হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ছোট রঘুনাথপুর গ্রামের ফজর গাজীর ছেলে হুমায়ুন গাজী ওরফে লিটন (২৪) ও একই গ্রামের তৌহিদ সরদারের ছেলে সরদার তরিকুল ইসলাম (২২)। উল্লেখ্য, ২০১৪ সালের ৬ মার্চ সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ছোট রঘুনাথপুর গ্রামের প্রয়াত বেলাল শেখের ছেলে স্থানীয় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ (মানবিক) শ্রেণির ছাত্র আল আমিন শেখ বাপ্পাকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর থেকে আল আমিন নিখোঁজ ছিল। এ ঘটনায় আল আমিনের মা ইয়াছমিন বেগম বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে পুলিশ হুমায়ুনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ছোট রঘুনাথপুর গ্রামের জাকির ইজারাদারের বাগান থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ