Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে বিশ্বাসঘাতকতা করেছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে মির্জা ফখরুল

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবীর কোনো দেশে স্বৈারাচার বেশি দিন টেকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর চেয়ে বড় নেতা নন। একদলীয় সরকার গঠন করার কারণে তিনিও টিকতে পারেন নি। আপনিও পারবেন না। এখনো সময় আছে নির্বাচনকে বাতিল করে দেন। আমাদের দাবি শুধু বিএনপিকে ক্ষমতায় আনা নয়,গ ণতন্ত্র পূর্নদ্ধার আর ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশে ১৯৭১ সালে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যুদ্ধ করেছিলাম, কখনো ভাবিনি আমাদের জনগণের ট্যাক্সে যাদের বেতন চলে, যারা প্রশাসনে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীতে কাজ করে তারা একটি অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কেনো অন্যায় বেআইনী কাজগুলো করবে। এটা রাষ্ট্রের সাথে বিশ্বাস ঘাতকতা। তাদেরকে ভবিষ্যতে আইনের আওতায় আনা হবে। গত শনিবার সন্ধ্যায় ফেনীর দাগনভূঞায় উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে ফেনী-৩ আসনে নির্বাচনে হামলায় আহত ও নির্যাতিত জনগণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন
তিনি বলেন, রাষ্ট্রকে ধ্বংস করার যে পরিকল্পনা তারা করেছিলো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে মনে রাখতে হবে নির্বাচন ছেলে খেলা নয়। প্রজাতন্ত্রের মালিক জনগণ। এসময় তিনি আরো বলেন, পাক হানাদার বাহিনী যেভাবে মানুষের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিলো, ৩০ ডিসেম্বর দেশের একটি সরকার প্রশাসনকে নিয়ে একই কায়দায় জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। এটি কোন নির্বাচন ছিলো না, এটি ছিলো একদলীয় সরকার গঠনের পরিকল্পনা। গণ ঐক্যের ডাকে মানুষের সাড়া দেখে তারা ভয় পেলো, নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে না পারে তার সমস্ত ব্যবস্থা করে রেখেছিলো সরকার। রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় তারা সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করেছে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ যদি এতো জনপ্রিয় হয়, এতো উন্নয়ন করে তাহলে কেন বিরোধী পক্ষকে কারাগারে রেখে নির্বাচন করতে হবে। সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর কোন আটক করবেন না, কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি। নির্বাচনের আগের দিনও আটক হয়েছে নেতাকর্মীরা। ২০১০ সাল থেকে বিএনপির বিরুদ্ধে ৯৮ হাজার মামলা ও ২৫ লাখ নেতাকর্মীকে আসামী করেছে। এটা পৃথিবীর নিকৃষ্ট উদাহরণ।
নির্যাতিত জনগণের সাথে আয়োজিত মতবিনিময় সভায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, নোয়াখালীর সূবর্ণ চরে ধানের শীষে ভোট দেয়ার পারুল আক্তার নামে যে নারীকে ধর্ষণ করা হয়েছে এটির মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের উপর নির্যাতন করা হয়েছে। প্রধানমন্ত্রী আপনি একজন নারী, আপনার দলের নেতাকর্মীরা একজন নারীর প্রতি যে পাশবিক নির্যাতন করেছে তার জন্য আপনাকে দেশ ও জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এসময় জনগণের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এক মহা দূর্যোগের দিকে এগিয়ে যাচ্ছে। খুনি-জানোয়ার থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ ভাবে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এসময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, দাগনভূঞা উপজেলা বিএনপি সভাপতি ও ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আকবর হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক চুট্টু, ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন হুদনসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Mehedi Hasan ৭ জানুয়ারি, ২০১৯, ১:৩৯ এএম says : 3
    তারা তাদের পূর্ব নির্ধারিত নির্দেশনা পালন করছে।
    Total Reply(0) Reply
  • Mizanur Rahman Sumon ৭ জানুয়ারি, ২০১৯, ১:৩৯ এএম says : 3
    দেশ শেষ।
    Total Reply(0) Reply
  • MA Hossain ৭ জানুয়ারি, ২০১৯, ১:৩৯ এএম says : 4
    এরা আইনশৃঙ্খলা বাহিনী নয়,সরা সরি পা-চাটা....,
    Total Reply(0) Reply
  • মানবতার মঙ্গল কামী সৈনিক ৭ জানুয়ারি, ২০১৯, ১:৪০ এএম says : 2
    তাদের এ বিশ্বস ঘাতকতার হিসাব তারা আবশ্যই পাবে। দুনিয়াতে না হয় আখেরাতে
    Total Reply(0) Reply
  • Mirza Babar Babul ৭ জানুয়ারি, ২০১৯, ১:৪০ এএম says : 3
    ঘুষ খোর দের ঘুষ দিয়েছে দূনী'তি বাজেরা , আর সেই ঘুষ খেয়ে বেঈমানী করেছে তারা জাতির সাথে ।
    Total Reply(0) Reply
  • Md Raja ৭ জানুয়ারি, ২০১৯, ১:৪০ এএম says : 4
    Yes
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ