Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার কলারোয়ায় ঘের কর্মচারীকে জবাই করে হত্যা : দুই পুলিশসহ ইউপি সদস্য জখম

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার কলারোয়ায় ঘের কর্মচারি আব্দুল মান্নান (২৩) কে নামক এক ঘের কর্মচারীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। সে যশোর জেলার কেশবপুর উপজেলার দত্তকোনা গ্রামের ইসমাইল গাজীর ছেলে।
এসময় পুলিশের এক দারোগা দুই পুলিশসহ এক ইউপি সদস্যকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ হত্যার সাথে জড়িত সাজু হোসেনকে গ্রেফতার করেছে।
আহত খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তানভির হোসেন,কনস্টেবল কমলেশ, অহিদুল ইসলাম ও ইউপি সদস্য জয়দেব সাহাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।গতকাল সোমবার বেলা ১২ টার সময় কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের একটি মহস্য ঘেরে এ ঘটনা ঘটে। আটককৃত সাজু হোসেন বসন্তপুর গ্রামের শের আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের আব্দুল খালেক দীর্ঘদিন ধরে কলারোয়া উপজেলার বসন্তপুর এলাকায় একটি মহস্য ঘের করে আসছিল। আব্দুল মান্নান গাজী ওই ঘেরের কর্মচারী। ঘটনার সময় আব্দুল মান্নান তার স্ত্রী ওই ঘর পাহারা দিচ্ছেলেন। এসময় সাজু হোসেন পিছন থেকে দা দিয়ে কর্মচারী আব্দুল মান্নানকে কুপিয়ে ও জবাই করে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। স্ত্রীর চিৎকার দিলে ঘাতক সাজু হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় খবর পেয়ে পার্শ্ববর্তী খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তানভির হোসেন, কনস্টেবল, কমলেশ, অহিদুল ইসলাম সহ স্থানীয় ইউপি সদস্য জয়দেব সাহা এগিয়ে আসলে ঘাতক সাজু হোসেন তাদেরকে এলোপাড়াড়ি ভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ দা সহ ঘাতক সাজু হোসেনকে আটক করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মোহাম্মদ করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক সাজু হোসেনকে থানায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারন এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, আটককৃত সাজু হোসেন দীর্ঘদিন কয়েকটি মামলায় সাতক্ষীরা কারাগারে অন্তরিন ছিলেন। সে সম্প্রতি জেল হাজত থেকে জামিনে মুক্তি পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ