Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে অসামাজিক কার্যকলাপের দায়ে স্বামী-স্ত্রীসহ ৫ জনের জেল জরিমানা

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে অসামাজিক কার্যকলাপের দায়ে আজ সোমবার স্বামী-স্ত্রীসহ ৫ জনের জেল জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যায় পৌর এলাকার দানেজপুর গ্রামে একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল। সংবাদ পেয়ে পাঁচবিবি থানার এস,আই, আমিনুল ওই বাড়ি থেকে ৫ জনকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃতদের মধ্যে পাবনা জেলার হেমায়েতপুর গ্রামের তায়েজ আলীর ছেলে ইকরামুল সরদার (৩০) কে ৩ হাজার টাকা, উপজেলার বৃদ্ধি গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী জেসমিন (৪০) কে ২ হাজার ও শেকটা গ্রামের মোন্তাজ আলীর মেয়ে সাদিয়া আক্তার মনি (২৩) কে ২ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া দক্ষিণ গোপালপুর গ্রামের আমজাদ হোসেন (৫৯) কে ১ মাস ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩৬) কে ১৫ দিনের জেল দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান এ রায় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ