Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে উপজেলা পরিষদে পরাজিত প্রার্থীর সমর্থকদের ব্যাপক হামলা, ভাঙচুর-আগুন: ওসি আহত

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : ইউপি নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা। তাদের হামলায় থানার (ওসি তদন্ত) ওসমান গণি আহত হয়েছেন। এসময় তারা পরিষদ ভবনের জানালার গ্লাস ভাঙচুর করে ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।সোমবার বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদের কর্ম-সমর্থকরা এ হামলা চালায়। এ ঘটনায় সাজ্জাদকে আটক করেছে পুলিশ।
হামলাকারীরা উপজেলা প্রকল্প কর্মকর্তা এএইচএম আবদুর রউফের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। উপজেলা প্রশাসনের একটি বিলবোর্ডও ভাঙচুর করা হয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ