Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতক্লা বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বর সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত-সুমন ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

তবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব নির্ধারিত কর্মসূচী প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা পালন করেনি জেলা ছাত্রলীগ। বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন-এর সভাপতিত্বে এ সভায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ