বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিকে কুপিয়ে আহত করার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
গতকাল সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করেন করেছেন মতিউর রহমান মতির ভাই ও জমির মালিক রোকেয়া বেগম।
মতির ভাই মাহবুবুর রহমান মামলায় উল্লেখ করেন, মতিউর রহমান গত বুধবার সকালে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে বের হয়। এসময় পথিমধ্যে ৮ জন ও অজ্ঞাত ১৫ জন মতিকে মারধর ও কুপিয়ে জখম করে। এতে সে মারাত্মক আহত হয়।
তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। মামলায় আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জের ইসমাইল, হান্নান, ফারুক, মজিবর, নাঈম, আলমগীর, হাসান মোস্তফাসহ অজ্ঞাত আরো ১৫ জন।
অপরদিকে মতি গংদের আসামি করে পাল্টা মামলা করেছেন রোকেয়া বেগম। তিনি মামলায় উল্লেখ করেন সুমিল নতুন বাজার আবেদ আলীর হাজী বাড়িতে তার পৈতৃক সাড়ে ৩ শতাংশ জমি রয়েছে যা দখল করতে সেখানে যায় মতিউরের লোক হিসেবে পরিচিত রাজ্জাক, মনির, রফিকসহ অজ্ঞাত ১০ জন।
তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে বাড়িঘরের ১০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এতে তাদের কয়েকজন আহত হয় বলেও মামলায় উল্লেখ করা হয়। পাল্টাপাল্টি মামলা দায়েরের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ বলেন, উভয়পক্ষের অভিযোগই পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।