প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
যুক্তরাষ্ট্র প্রবাসী গীতিকার নাহিদ করিম মুন-এর কথায় গাইলেন দুই বাংলার সঙ্গীতশিল্পীরা। নতুন বছরে এন. কে.এম এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশিত হবে তার লেখা গানের মিক্সড অ্যালবাম নাহিদ লাভ’স। অ্যালবামে মোট ৫টি গান থাকছে। রোমান্টিক ধাঁচের গানগুলোর শিরোনাম মন গড়া প্রেম গল্প, ওরে মন একবার শোন, তুমি যে আমার একটাই, ভালোবাসা শেষটা কোথায়, পথ চেয়ে বসে থাকি আজও। কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী পূজা, কাজী শুভ, বৃষ্টি, বেলাল খান, সৈয়দ শহিদ, সাজেদুর শাহেদ ও মিতা। সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন সাজেদুর শাহেদ, বেলাল খান, সজীব দাস ও রেজওয়ান শেখ। এ ছাড়াও তার লেখা গান 'যে কথা হয়নি বলা' ও নির্ঘুম রাত-এ কণ্ঠ দিয়েছেন বলিউড এর বর্তমান সময়ের ব্যস্ত প্লেব্যাক সিঙ্গার রাজ বর্মন। এই গানটির সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন বাংলাদেশের সাজেদুর শাহেদ এবং ভারতের কুস্তভ দত্ত। খুব শীঘ্রই গান ২টি শ্রী ভেঙ্কটেশ এর ব্যানারে রিলিজ হবে এবং গান ২টির মিউজিক ভিডিও কলকাতার সঙ্গীত বাংলা চ্যানেল এ মার্চে আসবে। গান প্রসঙ্গে নাহিদ করিম মুন বলেন, ছোটবেলা থেকে লেখা লেখির মধ্যে সময় কাটতো তাই প্রবাসী জীবনে চাকুরীর পাশাপাশি লেখাটা এখনও চর্চা করি। গানের পাশাপাশি নিজেও অনেক গান শুনি। এ ছাড়াও আমার লেখা গল্প দিয়ে বাংলাদেশ এর কয়েকজন ডিরেক্টর কিছু শর্টফিল্ম তৈরি করেছেন সেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল এ পাওয়া যাবে। সামনে সবার ভালবাসা পেলে আর ভাল কিছু লেখা নিয়ে হাজির হব। বাংলা গানের সাথে আছি আর সাথে থাকতে চাই বাকি জীবন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।