Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছরাঙায় বিপিএল ২০১৯

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর ‘বিপিএল ২০১৯’। এই আসরের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এবারের টুর্ণামেন্টে ৭ টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্স। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্ণামেন্ট। মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিপিএল-এর ৬ষ্ঠ এই আসরে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌটুরী ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারের পাশাপাশি এই টুর্ণামেন্ট নিয়ে দু’টি বিশেষ অনুষ্ঠান প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। রাকিবুল হাসানের উপস্থাপনায় বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘এক্সপার্ট প্রেডিকশন’ প্রচারিত হবে প্রতি ম্যাচের আগে। আর শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ‘পাওয়ার প্লে’ প্রচার হবে প্রতি ম্যাচের শেষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ