প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘সিম্বা’ ফিল্মটির ব্লকবাস্টার হওয়া নিশ্চিত হয়েছে প্রথম সপ্তাহেই। চলচ্চিত্রটির আয় ১০০ কোটি রুপি পেরিয়ে এখন ২০০ কোটির দিকে এগোচ্ছে। রোহিত শেট্টি পরিচালিত এবং রণবীর সিং আর সারা আলি খান অভিনীত পূর্ণাঙ্গ বিনোদন ধারার ফিল্মটিকে সবুজ সংকেত দিয়েছে দর্শক আর সমালোচক দুই দলই। ‘সিম্বা’ সাফল্যে রণবীর অবশ্যই এগিয়ে গিয়েছেন, তবে সবচেয়ে লাভবান হয়েছেন সারা। বলা যায় তার ক্যারিয়ার নিশ্চিত হয়ে গেছে। গত বছর সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে সারা অভিষেক হয়। ফিল্মটি মাঝারি সাফল্য পেলেও সারার তারকামান প্রমাণিত হয়। আর বছরের শেষে ‘সিম্বা’ ব্লকবাস্টার হওয়ার কারণে সাইফ আলি আর অমৃতা সিংয়ের কন্যাটির মুকুটে যোগ হয় আরেকটি পালক। কিন্তু প্রথম সারির পরিচালক রোহিত শেট্টির ফিল্মে কিভাবে সুযোগ পেলেন সারা? সম্প্রতি রোহিত, রণবীর (সিং) আর সারা একটি কমেডি শোতে গিয়েছিলেন প্রচারণায় অংশ নিতে। রোহিত এখানে জানান সারা তাকে ফিল্মে নেয়ার জন্য তার কাছে রীতিমত কাকুতি মিনতি শুরু করেন। এতে তিনি প্রভাবিত হয়ে যান। তিনি জানান সাইফ আলি খান একবারও তার কন্যাটিকে তার ফিল্মে নেয়ার জন্য তার কাছে সুপারিশ করেননি। সারা একই জায়গায় তার দুটি ফিল্ম মুক্তি পেয়েছে বলে আনন্দ প্রকাশ করেন আর ‘সিম্বা’কে তিনি তার বড় দিনের উপহার হিসেবে উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।