রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর উদ্যোগে ও চাঁদপুরের মতলব শাখার আয়োজনে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচানী গ্রামে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার ইসলামী ব্যাংক মতলব শাখার এফএভিপি ও শাখা প্রধান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ উলপক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পরিচালক সাইফুল ইসলাম এফসিএ, এফসিএমএ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক লিমিটেডের এ্যাসিসটেন্ট অফিসার মো. মিজানুর রহমান, মো. মোদ্দাসের হোসেন, নাঈমুল ইসলাম।
উপস্থিত ছিলেন, মো. ছানাউল্লাহ, বোরহান সরকার, ইকবাল হোসেন জয়, হারুন অর রশিদ, আল-আমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পরিচালক সাইফুল ইসলাম বলেছেন, দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার দেশের উন্নয়নের যে লক্ষ্য নিয়ে কাজ করছে তার সুফল পাচ্ছে জনগণ। তিনি আরো বলেন, যারা বিত্তবান বা সমাজে একটু প্রতিষ্ঠিত তারা ইচ্ছা করলেই দরিদ্র- আর্থ নীপিড়িত মানুষের পাশে দাঁড়াতে পারে। অসহায়দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য এ সময় তিনি ইসলামী ব্যাংকের মতো সমাজের বিত্তবান ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।