Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র-গুলি উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এখলাছুর রহমানের নেতৃত্বে শিংনগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার তারাপুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির হাতে থাকা ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের মধ্যে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমাণিক মুল্য এক লাখ এক হাজার চার শত টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ