Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউরোসার্জারি বিভাগ থেকে অবসরে ডা. কনক কান্তি বড়–য়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:৪৩ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগ থেকে অবসরে গেলেন ওই বিভাগের সাবেক চেয়ারম্যান, সার্জারি অনুষদের সাবেক ডীন, দেশের প্রখ্যাত নিউরোসার্জন বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া। গতকাল বিশ্ববিদ্যালয়ের সি বøকে ডা. কনক কান্তি বড়–য়া নিউরোসার্জারি বিভাগ থেকে অবসরে গ্রহণ উপলক্ষে ওই বিভাগের উদ্যোগে একটি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডা. কনক কান্তি বড়–য়া বলেন, প্রকৃতপক্ষে শর্টকার্ট বলে কিছু নেই। নিউরোসার্জারিতে এই কথাটি আরো বেশি গুরুত্ব বহন করে। সততা ও নৈতিকতার প্রতি অটুট থেকে অবিরাম কাজ করে যাও, জীবনে সফল হবেই। কাজের ক্ষেত্রে ‘না’ করো না। কর্মজীবনকে উপভোগ্য করে তুলো। ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। তিনি তাঁর প্রিয় শিক্ষকদের নাম উল্লেখ করে বলেন, সবার সহযোগিতা ছাড়া জীবনের এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। একই সঙ্গে প্রত্যেকের সৃজনশীল প্রতিভা কাজে লাগানোরও আহŸান জানান।

 

 



 

Show all comments
  • anowar hossain ২৩ এপ্রিল, ২০১৯, ৯:১৬ পিএম says : 0
    কনক কান্তি বওয়া স্যার এর আন্ডারে আমার বড় বোনকে অপারেশন করেছিলাম এখন তার আবার প্রবলেম দেখা দিচে আমি এখন কি করবো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ