Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে তরিকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:৪৩ এএম

ঝিনাইদহে যুবক তরিকুল হত্যা মামলা প্রধান আসামী বাধনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার মথুরাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি। আটককৃত বাধন মথুরাপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার এসআই বদিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে তরিকুল হত্যা মামলা প্রধান আসামী মথুরাপুর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মথুরাপুর গ্রামে চাচাতো ভাই তরিকুলের সাথে বাইসাইকেল নিয়ে বাধনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বাঁধন তরিকুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের মা রাজীয়া বেগম বাদী হয়ে বাধনকে প্রধান আসামী করে ৩ জনরে নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। তবে পুলিশ প্রথম থেকেই এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে আসছিলো। কিন্তু তাকে হত্যা করা হয়ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ