বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ায় এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি মুরাদুল ইসলাম সনেট (৩২) ও তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ২টার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃত মুরাদুল রাজশাহী শহরের রাজপাড়া থানার বহরমপুর এলাকার হামিদুজ্জামানের ছেলে। এছাড়াও তার সহযোগীরা হলেন, কাশিয়াডাংগা থানার হড়গ্রাম এলাকার বজলুর রশিদের ছেলে রনি (৩২), আলীগঞ্জ এলাকার শামশুল হকের ছেলে রিপন আলী (২৮), রাজপাড়া থানার মোয়াজ্জেম হোসেনের ছেলে রুবেল (২৮) ও রাজপাড়া থানার লক্ষিপুর ডিঙ্গাডোব এলাকার আয়েশ উদ্দিনের ছেলে আকিব (২৮)।
এব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ আটকের বিষয়টি স্বীকার করে বলেন, সাংবাদিক পরিচয়ধারী মুরাদুল ইসলাম সনেটসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের মাদক সেবনকারী হিসেবে ২৬ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।