Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামায়াতের ঢিলেঢালা হরতাল

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির মাওলান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা হরতাল সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে রাজধানীসহ সারাদেশে মিছিল করেছে জামায়াতে ইসলামী। কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরকার পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর আমির, মাওলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় মৃত্যুদ-ে দ-িত করার তীব্র নিন্দা ও প্রতিবাদে গত বৃহস্পতিবার হরতালের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত ছিল। এ দিকে হরতাল সফল করায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দেশবাসীকে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমির রফিকুল ইসলাম খান নগরবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্পটসহ সারাদেশেই মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। রাজধানীর হাতিরপুলে হরতালের সর্মথনে মিছিল থেকে জামায়াতের নিউমার্কেট থানার সেক্রেটারি মুহিব্বুল হক ফরিদসহ ২৩ জন, নোয়াখালী জেলার চাটখিল পৌরসভা জামায়াতের সেক্রেটারি হারুন-অর-রশিদকে, রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার ৩ জন কর্মী ও খুলনা মহানগরীতে ৫ জন কর্মীসহ দেশের বিভিন্ন জায়গায় বহু নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
হরতালে রাজধানীতে পাবলিক পরিবহন চলাচল স্বাভাবিক ছিল। তবে প্রাইভেট কার চলাচল করেছে কম। দু’একটি রুটে পাবলিক পরিবহনের সংখ্যাও ছিল কম। অফিস সময়ে অনেক যাত্রীকেই পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে আবার গণপরিবহন না পেয়ে বিকল্প যান হিসেবে রিকশা ব্যবহার করেছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সীমিত আকারে লেনদেন হয়েছে। তবে অন্যদিনের তুলনায় লেনদেনের পরিমাণ ছিল কম।
চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
চট্টগ্রাম ব্যুরো জানায়, জামায়াত আহূত চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। হরতালে বন্দর নগরীর জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি। হরতালকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। নগরীর মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। গতকাল (রোববার) সকাল থেকে নগরীর বিভিন্ন রুটে রিকশা, অটোরিকশা, টেম্পু, সিটিবাস, মিনিবাস ও হিউম্যান হলার স্বাভাবিকভাবে চলাচল করেছে। তবে ব্যক্তিগত যানবাহন চলাচল কম দেখা গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ চট্টগ্রাম থেকে দূরপাল্লার সব যান চলাচল স্বাভাবিক ছিল। এছাড়া বিমান ও ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক। দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের দোকানপাটসহ নগরীর বিভিন্ন বিপণি বিতান, মার্কেটও খোলা ছিল। ব্যাংক বীমায় স্বাভাবিক লেনদেন হলেও প্রধান ফটকে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এছাড়া নগরীর মাঝিরঘাট, বাংলাবাজার এলাকায় কর্ণফুলী নদীর ঘাট এবং বিভিন্ন গুদামে ট্রাকে পণবোঝাই এবং চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য উঠানামার কাজও স্বাভাবিক ছিল।
আ’লীগের হরতালবিরোধী সমাবেশ
নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে গতকাল (রোববার) আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নিজামীর ফাঁসির রায় বহালের আদেশ প্রত্যাশিত। তাকে বাঁচানোর চেষ্টাকারীরা জাতির শত্রু। সংগঠনের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সম্পাদক ম-লির সদস্য শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, শফিক্লু ইসলাম ফারুক, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, অমল মিত্র, মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান প্রমুখ।
সিলেটে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল
সিলেট অফিস জানায়, সিলেট নগরীতে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল রোববার দুপরে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে খ- খ- মিছিল নিয়ে সুবিদবাজার এলাকায় জড়ো হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন-সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান। সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক জাহিদ, মহানগর ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াতের ঢিলেঢালা হরতাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ