Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামায়াতের ঢিলেঢালা হরতাল

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাধা, প্রতিবন্ধকতা, ভয়ভীতির মধ্য দিয়ে অনেকটা ঢিলেঢালাভাবে গতকাল বুধবার দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদ ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। হরতালে দূরপাল্লার যান চলেনি। রাজধানীতেও অন্যদিনের তুলনায় কম যানবাহন চলাচল করেছে। বিপণিবিতানেও ক্রেতার উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে কম। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্পটসহ সারাদেশেই মিছিল, সমাবেশ, পিকেটিং করেছে জামায়াতে ইসলামী। এ সময় বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে, জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ হরতালের কর্মসূচি ঘোষণা করেন। এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত ছিল। হরতাল উপলক্ষে রাজধানীজুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। অলিগলিতে মোতায়েন ছিল পুলিশ। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জামায়াতে ইসলামী মীরপুর পূর্ব থানা আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি মনিপুর কাসেমের দোকান থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও মীরপুর পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শুরা সদস্য ও থানা সেক্রেটারী আব্দুল্লাহ জুবায়ের, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মুয়াজ, মীতুল, মাহবুব, সেলিম, ইছাহাক, ও ছাত্রনেতা এনামুল হক ও বোরহান প্রমুখ।
সবুজবাগ থানা ঃ সবুজবাগ থানার উদ্যোগে নগরীতে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সবুজবাগ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি আবু মাহি। উপস্থিত ছিলেন ছাত্রনেতা রানা ও নাসির উদ্দীন প্রমূখ।
এছাড়া রাজধানীর বিমানবন্দর থানা, তুরাগ থানা, খিলক্ষেত থানা, কদমতলী পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা, তেজগাঁও এলাকা, হাজারীবাগ, চকবাজার, ডেমরা, যাত্রাবাড়ী পূর্ব, যাত্রবাড়ী পশ্চিম, কদমতলী পূর্ব, কদমতলী পশ্চিম-শ্যামপুর, গেন্ডারিয়া, খিলগাও থানা, ভাটারা ও বাড্ডা থানা, মিরপুর পশ্চিম-দারুসসালাম পশ্চিম, কাফরুল-ভাষানটেক থানা, কোতয়ালী থানা, পল্লবী ও রূপনগর থানা, রমনা থানা, মতিঝিল থানা, শাহজাহানপুর থানা, পল্টন থানা, কামরাঙ্গীরচর থানা, বংশাল থানা, লালবাগ থানা, আদাবর থানা, মুগদা থানা, দক্ষিণখান, যাত্রাবাড়ী পশ্চিম, বিমানবন্দর, লালবাগ ও ধানমন্ডি থানাসহ বিভিন্ন স্পটে হরতালের সমর্থনে নেতাকর্মীরা পিকের্টিং করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াতের ঢিলেঢালা হরতাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ