Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের হাতে বই মুখে হাসি

সারাদেশে উৎসব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নতুন বছরে নতুন ক্লাসে ওঠার আনন্দ। তার সাথে যোগ হয়েছে নতুন বই পাওয়ার খুশি। এই খুশি যেন কোনভাবেই বাধ মানতে চায় না শিক্ষার্থীদের। তাই তো নতুন ক্লাসের নতুন বই, নতুন নতুন গন্ধ ও মুখে হাসি। বই হাতে পেয়েই যেনো উচ্ছ্বাসে মেতে ওঠেছে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। বই পেয়ে কেউ পড়তে চায় গল্প, কেউবা পরিকল্পনা করছে মলাট লাগানোর। শিশু শিক্ষার্থীদের তর সইছেনা বাবা-মাকে বই দেখানোর। বছরের প্রথম দিনে গতকাল (মঙ্গলবার) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল এরকই দৃশ্য। বরাবরের মতো এবারও ইংরেজি বছরের প্রথমদিনে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র এমনই; সারা দেশ মেতেছে বই উৎসবে। এদিন সকালে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গতকাল সকলে স্কুলে বই উৎসবের মাধ্যমে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই তুলে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ২৪ ডিসেম্বর নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নতুন বছরের প্রথমদিনে মাধ্যমিক শিক্ষার্থী এবং প্রাথমিক শিক্ষার্থীদের বই উৎসব অনুষ্ঠিত হয় পৃথক পৃথকভাবে। আজিমপুর স্কুলে শিক্ষামন্ত্রী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বই উৎসব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসাথে সারাদেশের সকল স্কুল-কলেজেও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।
মাধ্যমিকের শিক্ষার্থীদের বই উৎসব উপলক্ষে আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাজানো হয়েছিল বর্ণিল সাজে। হাতে পাওয়া বই তুলে ধরে উৎসবের রঙে মিশে যায় শিশুরা। জাতীয় সংগীতের পর বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বই উৎসবের সূচনায় মন্ত্রী আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুসরাত ইশা, গভার্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সপ্তম শ্রেণির সোলায়মান তানভীর রাজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের মেহেদী হাসান অমিত, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের আবিদ হাসান সিদ্দিকী, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজের কারিগরি ভোকেশনাল বিভাগের নবম শ্রেণির জান্নাতুল আফরিন, হাফেজ আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়ার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফাউজিয়া নওরিন বুশরার হাতে বই তুলে দেন। মিরপুর রূপনগরের বার্ডো স্কুল থেকে আসা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো. ওবায়দুল হকও মন্ত্রীর হাত থেকে ষষ্ঠ শ্রেণির ব্রেইল বই নেয়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া হয়েছে। এবার পাঠ্যপুস্তক উৎসবে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কপি বিনামূল্যের বই বিতরণ করা হচ্ছে। ২০১০ সাল থেকে ২০১৯ পর্যন্ত মোট ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২টি বই বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৫টি ভাষায় বই বিতরণ করা হবে। গত তিন বছর ধরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই বিতরণ করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে আমরা কাজ করছি। শিক্ষার গুনগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাছিবুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকের বই উৎসব: মাধ্যমিক শিক্ষার্থীদের মতো প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের হাতেও বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে টেলিফোনের মাধ্যমে তিনি বক্তব্য দেন। আর বিশেষ অতিথি ছিলেন মুহম্মদ জাফর ইকবাল, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক, জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। এই আয়োজনে ঢাকা মহানগরের রমনা, ধানমন্ডি, লালবাগ, কোতোয়ালিসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বই উৎসব পালন করছি। এবার প্রায় ৩৮ কোটি বই আমরা সারা দেশে সমস্ত শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি। শিক্ষাক্ষেত্রে সরকারের মনোযোগ সারা পৃথিবীব্যাপী তাক লাগিয়ে দিয়েছে। আশা করবো, আমাদের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং সরকারের আকাক্সক্ষা বাস্তবায়ন করে দেশকে স্বাবলম্বী করে তুলবে এবং উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠবে- তাদের কাছে এই প্রত্যাশা রাখি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার জন্য জনগণ ম্যান্ডেট প্রদান করেছে। কেন এই ম্যান্ডেট প্রদান করা হয়েছে? একই দিনে আমরা ৩৩ কোটি বই বিতরণ করছি। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত। শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজকে সারা বাংলাদেশে প্রায় তিন কোটি শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করছে। এটি সরকারের একটি অভাবনীয় উদ্যোগ। এখন বাংলাদেশের কোনো গ্রাম নাই যেখানে প্রাথমিক বিদ্যালয় নাই। আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
২০১৯ শিক্ষাবর্ষে দেশের ৫০৮টি উপজেলার প্রাথমিক স্তরের ১ লাখ ৩৪ হাজার ১৪৭টি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ১৫১ জন শিক্ষার্থীদের হাতে যথাক্রমে ৩৪ লাখ ২৮ হাজার ১০টি করে আমার বই ও অনুশীলন খাতা এবং ৯ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৮২৪টি বই বিতরণ করা হবে। এ ছাড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতাভুক্ত প্রাক-প্রাথমিক এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোট ২ লাখ ৭৭ হাজার ৬৮টি পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের দুই কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে ১০ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৩০৪টি চার রঙা পাঠ্যপুস্তক। এছাড়া পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর (চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, সাদরি) শিক্ষার্থীদের জন্য তাদের ভাষায় দেশের ২৪ জেলায় পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। প্রাথমিকের এই শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষকরাও এসেছিলেন বই উৎসবে। অন্যদের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, উম্মে রাজিয়া কাজল, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী কলেজিয়েট স্কুলে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনের ডামাডোলের মধ্যেও প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বিগত বছরগুলোর মতো এবারো বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হবে। রাজশাহী জেলা শিক্ষা অফিস আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. নূরজাহান বেগম। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
যশোর ব্যুরো জানায়, যশোর জেলায় সকালে যশোর জিলা স্কুলে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। বেলুন উড়িয়ে ও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি। স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল খালেক, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্বাস উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকেই। আর এজন্য বেশি করে পাঠ্যপুস্তকসহ অন্যান্য বই পড়তে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, মাউশি পরিচালক প্রফেসর মো. আজহারুল হক, উপ-পরিচালক আবু নূর মো. আনিসুর ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নাছিমা আক্তার।
সিলেট ব্যুরো জানায়, সিটি করপোরেশন ও ১৩টি উপজেলায় ৫ লাখেরও অধিক শিক্ষার্থীর কাছে ২৫ লাখের বেশি নতুন বই। সকাল দশটা থেকে নগরীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই
দিনাজপুর অফিস জানায়, দিনাজপুর ফুলবাড়ী সুজাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফিজুর রহমান ফিজার এমপি। তিনি বলেন, এখন হলো মেধার দুনিয়া। আমরা মাসেল ভিত্তিক নয়, জ্ঞান ভিত্তিক সমাজ করতে চাই। পৃথিবীতে যুক্তি ও বুদ্ধির যুদ্ধ হবে। সেই যুদ্ধে আমাদের সন্তানরা যাতে পারদর্শী হয় তাদের সেই পারদর্শিকতার জন্য এত আয়োজন। দিনাজপুর জিলা স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। এসময় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। এসময় অন্যদের মধ্যে ছিলেন জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য ওহিদুর রহমান, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে জানান, গোপালগঞ্জে বই উৎসবের শুভসূচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, প্রধান শিক্ষক সুবল চন্দ্র মন্ডল, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার অফিয়া সারমিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্রের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিকসহ প্রমুখ। এদিকে জেলার বিজয়নগর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার এর সভাপতিত্বে বই বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা সংবাদাদাতা জানান, কুড়িগ্রামে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীসহ প্রমুখ।
লক্ষীপুর জেলা সংবাদদাতা জানান, লক্ষীপুরে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। লক্ষীপুর আলীয়া মাদরাসায় পর্যটনমন্ত্রী একে এম শাহজাহান কামাল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ঢাবির শিক্ষক নেতা মাকসুদ কামাল ও সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
পাবনা থেকে স্টাফ রিপোর্টার জানান, পাবনায় সকালে পাবনা জেলা স্কুল চত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে হাতে বই তুলে দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। স্কুলের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা এবং প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় বই বিতরণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান মো. ইউনুছসহ শিক্ষক-শিক্ষার্থীরা। সদর উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল হক। লালমোহনে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।
স্টাফ রিপোর্টার রাঙামাটি থেকে জানান, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন। এসময় জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, সদর উপজেলার ইউএনও মোছা: সুমনী আক্তারসহ শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় সকালে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান পাঠ্য পুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ মোবারুল ইসলাম এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল হক মন্ডল উপস্থিত ছিলেন। অপরদিকে ১৬ বিজিবি পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলে বই বিতরণ করেন ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল বাশার পিএসসি।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে বই উৎসবের আনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ শহরিয়ার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। এসময় আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. সেলিম আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম প্রমুখ।
ঠাকুরগাঁও সংবাদাতা জানান, ৪২৫ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে নতুন বই বিতরণ করেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুলের পরিচালক আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানাসহ স্কুলের শিক্ষকবৃন্দরা।
বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, বরগুনার বামনায় উপজেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়া উপজেলায় চন্দ্রঘোনা জেসিদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রকাশ চন্দ্র দাশের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব সাংবাদিক নুরুল আবছার চেীধুরী, ইউপি সদস্য আব্দুল মালেক, স্কুল প্রধান শিক্ষক রুমা মুৎসদীসহ প্রমুখ।
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ের বোদায় বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। এসময় উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলায় বই বিতরণ উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ পরিচালক মো: সুলতান মিয়া, সহকারী পরিচালক রাশেদা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, প্রমুখ।
তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, তেঁতুলিয়ায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বই বিতরনকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া জামে মসজিদ কেন্দ্রে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাহেবের উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, ভোলার বোরহানউদ্দিনে বই উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি প্রধান। উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদ্দুসের সভাপতিত্বে বক্তৃতা করেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল আহমেদসহ প্রমুখ।
চন্দনাইশ উপজেলা (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর শিক্ষর্থীদের বই হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার আ.ন. ম বদরুদ্দোজা, পৌর মেয়র আলহাজ্ব মাহাবুবুল আলম খোকাসহ প্রমুখ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভার সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান। পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়া গাবতলী রামেশ্বরপুরের কামারচট্র বাটাতন নেছা আলিম মাদরাসায় বই বিতরণ করেন মাদরাসার সভাপতি ইউনুছ আলী ও অধ্যক্ষ মাওঃ আব্দুল জলিল। কাগইল নাযেব উল্ল্যা সিনিয়র আলিম মাদরাসায় বই বিতারণ করেন মাদরাসার সভাপতি আজমল হোসেন শীষ ও অধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বই বিতরণ উদ্বোধন করেন আনোয়ারুল আজিম আনার এমপি। বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতিসহ প্রমুখ।
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।
মধুখালী (ফরিদপুর)উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালীর ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাত জাহেদুন নবী মনি।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাই উপজেলায় বই বিতরণ করেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা হুমায়ুন কবির খান। এছাড়াও পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে বই বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।
নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিমসহ প্রমুখ।
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বই বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা জানান, রামগড়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন ইউএনও উম্মে ইসরাত। অপর দিকে রামগড় বালিকা স. প্রা. বিদ্যালয়ে উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, বই উৎসব উদ্বোধন করেন ৩য় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, শিক্ষা অফিসার জাহেদা আক্তার।
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার ও মুসারাত জাহানসহ প্রমূখ।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, সরাইল সদরের ইউএনও এ.এস.এম মোসা ও রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুটি সভায়-ই প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। বক্তব্য রাখেন- ক্যাপ্টেন রিজওয়ান হাসান উৎস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানসহ প্রমুখ।
সিংড়া,(নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় বই উৎসবের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মইনুল হাসান উপস্থিত ছিলেন।
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলায় বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো বেলায়েত হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রিনাত ফৌজিয়া, সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী সরকারসহ প্রমুখ ।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদের সভাপতিত্বে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, উপজেলা রিসোর্স অফিসার সাজু মিয়াসহ প্রমুখ।
উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবীবা পলির সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রবসহ অভিভাবকবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বই

২২ ডিসেম্বর, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ