Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ অভিনেতা-মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আজ অভিনেতা-মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের জন্মদিন। আজ তিনি ৬৯-এ পা রাখছেন। পরিবারের সাথেই জন্মদিন কাটবে তার। বহু নাটকে বাবা চরিত্রের অন্যতম সফল অভিনেতা তিনি। একজন আদর্শ বাবা হিসেবেই দর্শক তাকে নাটকে দেখতে ভালোবাসেন। খালেকুজ্জামানও দর্শকের এই ভালোলাগা ভালোবাসাকে সাথে নিয়ে বাবা চরিত্রে অভিনয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সর্বশেষ বাবা হিসেবে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকে বাবা চরিত্রে অভিনয় করেন। সাম্প্রতিক সময়ে অনেক নাটকে খালেকুজ্জামান বাবা চরিত্রে অভিনয় করেছেন। অনেক দর্শক খালেকুজ্জামান’র মাঝে হারিয়ে যাওয়া বাবার ছায়া খুঁজে বেড়ান। খালেকুজ্জামান বলেন, এটি আমার জন্য ভীষণ গর্বের ও আনন্দের। খালেকুজ্জামানের জন্ম শান্তাহারে। বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিক্যাল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রীধারীদের একজন তিনি। দেশ স্বাধীনের বেশ কয়েকবছর পর খালেকুজ্জামান ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। তার আগে স্কুল কলেজ জীবনের তিনি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেন। বিটিভিতে তিনি প্রথম নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি ধারাবাহিক নাটক ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’সহ বহু নাটকে অভিনয় করে প্রশংসিত হন। নায়করাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘অনিবার্ণ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। চলচ্চিত্রে দীর্ঘদিন বিরতির পর মুরাদ পারভেজ’র ‘বৃহন্নলা’য় অভিনয় করেন। এরপর তিনি শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অনম বিশ্বাসের ‘দেবী’। অভিনয়ের পাশাপাশি ব্যবসা করলেও এখন অভিনয়ই তার পেশা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ