Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিউডিপাই’র প্রতিদ্ব›দ্বী জ্যাক ব্ল্যাক

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

‘ভিডিও গেম, খাবার আর জীবন’ নিয়ে অভিনেতা জ্যাক ব্ল্যাক একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। এখন পর্যন্ত জ্যাকের ‘জ্যাব্লিনস্কি গেইমস’ চ্যানেলে ৪৯ আর ১৯ সেকেন্ডের দুটি ইন্ট্রোডাকশন ভিডিও স্থান পেলেও তিনি ইউটিউব জায়ান্ট নিনজা আর পিউডিপাইকে ছাড়িয়ে যাবেন বলে রসিকতা করতে ছাড়েননি। ৮০৮টি ভিডিও নিয়ে নিনজার রয়েছে ২০.৬ মিলিয়ন সাবস্ক্রাইবার আর ৩৭০৪টি ভিডিও নিয়ে পিউডিপাইয়ের আছে ৭৮.৮ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার। জ্যাকের জ্যাব্লিনস্কি গেইমসও কম যায় না, মাত্র এক সপ্তাহে দুটি ভিডিও নিয়ে ১.৪ মিলিয়ন সাবক্রাইবার পেয়েছে চ্যানেলটি। জ্যাক প্রতিশ্রুতি দিয়েছেন তার ছেলের পরিচালনা, চিত্রগ্রহণ এবং সম্পাদনায় প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করবেন। ব্ল্যাককে ছাড়াও এই বছর বেশ কয়েকজন ফুটবল তারকা, হিপ-হপ গায়ক ফর্টনাইট গেইম নিয়ে টুইচ স্ট্রিমে অংশ নিয়েছেন। এছাড়া অভিনেতা উইল স্মিথ এবং ডোয়েইন ‘দ্য রক’ জনসন ইউটিউব, ফেইসবুক আর ইনস্টাগ্রামের মাধ্যমে হলিউডের বাইরে তাদের জীবন যাপন তুলে ধরেছেন। ব্ল্যাক যে মনোযোগ আকর্ষণ করতে ইউটিউবের সাহায্য নিচ্ছেন তা নয়। এই বছর তার ‘দ্য হাউস উইথ আ ক্লক ইন ইট্স ওয়াল্স’ ব্লকবাস্টার হয়েছে এবং আরেক ব্লকবাস্টার ‘জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ফিল্মের সিকুয়েলেও তিনি আগের ভূমিকায় ফিরবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ