Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেমো ডি’সুজার ফিল্ম ছাড়লেন ক্যাটরিনা কাইফ

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কথা ছিল রেমো ডি’সুজা তার আগামী নাচ-ভিত্তিক চলচ্চিত্রটি নির্মাণ করবেন বরুণ ধাওয়ান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে। যাত্রা শুরুর আগেই মনে হয় তিনি একটা হোঁচট খেলেন। ২০১৯ সালের জানুয়ারিতে শুটিং শুরু হবার একবারে আগের মুহূর্তে ফিল্মের নায়িকা জানিয়েছেন তিনি এতে কাজ করবেন না। ক্যাটরিনার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে : সালমান খান অভিনীত ‘ভারত’ ফিল্মের দারুণ ব্যস্ততার কারণে তাকে রেমো ডি’সুজার নাচ-ভিত্তিক ফিল্মটি ছাড়তে হচ্ছে। ক্যাটরিনা একজন পেশাদার শিল্পী। ‘ভারত’ ফিল্মের সঙ্গে এটির ডেট সাংঘর্ষিক হওয়াতে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বর্তমানে তিনি ‘ভারত’ ফিল্মের কাজ করছেন। বলিউডের নামী কোরিওগ্রাফার, রিয়েলিটি শোয়ের বিচারক এবং সফল চলচ্চিত্র পরিচালক রেমো এর আগে জানিয়েছিলেন তার অনির্ধারিত নামের নাচ-ভিত্তিক চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি আছে এবং জানুয়ারিতে এর কাজ শুরু হবে। এতে ক্যাটরিনার এক পাকিস্তানি তরুণী আর বরুণের এক ভারতীয় তরুণের ভূমিকায় অভিনয় করার কথা ছিল, এক আন্তর্জাতিক নাচের প্রতিযোগিতায় যাদের দেখা হয়। থ্রিডিতে ফিল্মটি মুক্তি পাবার কথা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ