Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ৩:৪৯ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার বইড়াতলা ও হরিণাকুন্ডু উপজেলা ভুইয়াপাড়া গ্রামে সোমবার রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে বইড়াতলা গ্রামের পিন্টু হোসেন (২৭), ওয়াসিম হোসেন (২৩), আবুল কালাম (২৬), সুজন হোসেন (২৫), রাজু আহমেদ (২৪), জাহিরুল ইসলাম (৪০) ও সবুজ সোহেল (২৪) এবং হরিণাকুন্ডুর ভুইয়াপাড়া গ্রামের ৩ জনসহ ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, বওড়াতলা গ্রামের বিশারত আলী ও বিপ্লবের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হরিণাকুন্ডু উপজেলার ভুইয়াপাড়া গ্রামে যুবলীগ নেতা শহিদুল ইসলাম ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ইছাহাক আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে ৫জন আহত হন। আহতদের মধ্যে হরিণাকুন্ডু হাসপাতালে ১ জন ও ঝিনাইদহ সদর হাসপাতালে ২ জনকে ভর্তি করা হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেন। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান এ খবরের সত্যতা নিশইচত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ