বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতায় আহতদের মধ্যে ২১ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল ভোর থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আহতরা চিকিৎসা নিতে ঢামেকে আসেন। তাদের শরীরে গুলিবিদ্ধ, ছুরিকাঘাত, লাঠির আঘাত ও পিটিয়ে জখমের চিহ্ন রয়েছে। আহতরা বিভিন্ন দল ও সাধারণ ভোটার ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহতরা হলেন-ঢাকায় রয়েল ও আলমগীর হোসেন; কুমিল্লায় মিজান, সাইফুল ইসলাম, নুরুজ্জামান, দিদার আলম, সাখাওয়াত, মমতাজ খান, ইসমাইল, মাসুম খন্দকার, ফয়জুল্লাহ, কামরুজ্জামান, শাহবুদ্দিন শেখ ও আলম ফরাজী; নারায়ণগঞ্জে খোকন, তার শ্বাশুড়ি বাছিরুন, উকিল রানা ও মেম্বার শাহ আলম; ব্রাহ্মণবাড়িয়ায় রাসেল, জাবেদ এবং কিশোরগঞ্জে ওবায়দুল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।