বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভালোভাবে ভোট সম্পন্ন হচ্ছে এবং নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। গতকাল রোববার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানীর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি আরো বলেন, পরিস্থিতি ভোটের অনুকূলে রয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, সবাই নির্ভয়ে ভোটটি দেবেন, একটি সুন্দর নির্বাচন হবে। আমি জয়ের ব্যাপারে সুনিশ্চিত, আমার এলাকার মানুষ আমাকে ভোট দেবে, এ ব্যাপারে আমি সুনিশ্চিত।
এ আসনে বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরবের সঙ্গে দেখা হয়েছে কিনা-এ প্রশ্নে নৌকার প্রার্থী কামাল বলেন, তার নামে তো ওয়ারেন্ট আছে, তিনি কীভাবে আসবেন? যদি জামিন নিয়ে আসতে পারতেন, তা হলে হয়তো দেখা হতো। অন্যান্য প্রার্থীর সঙ্গে আমাদের দেখা হচ্ছে, কুশলবিনিময় হচ্ছে, উনার সঙ্গে (বিএনপির প্রার্থী) দেখা হলে কুশলবিনিময় হতো। ঢাকা-১২ আসনে (তেজগাঁও, শেরেবাংলা ও রমনা আংশিক) আসাদুজ্জামান খান কামালের প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম নীরব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।