বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, জনগণের কোটি কোটি টাকা খরচ করে গতকাল ভোট ডাকাতির উৎসবের প্রয়োজন ছিল না। ইচ্ছেমতো ঘোষণা দিলেই হতো। আর তখন এতো অর্থ, সময়, শ্রম ব্যয় হতো না। নেতৃদ্বয় গতকাল এক বিবৃতিতে আরো বলেন, দশম নির্বাচন ছিলো ভোটবিহীন, আর এবারের নির্বাচন হলো ভোট ডাকাতির।
হামলা, হুমকি, পিস্তল ঠেকানো, গ্রেফতার ও কেন্দ্র থেকে নৌকার এজেন্ট ছাড়া অন্যদলের এজেন্টদের বের করে দিয়ে উৎসবের ভোটকে আতঙ্কের ভোটে পরিণত করা হয়েছে। অনেকে ভোট দিতে গিয়েও শুনতে হয়েছে তার ভোট হয়ে গেছে এবং বেলা এগারোটার পর অনেক কেন্দ্রে ব্যালটও ছিলো না। এ হলো গণতন্ত্রের ভোটের অধিকার।
নেতৃদ্বয় বলেন, আবারো প্রমাণিত হলো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের আশা করা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে যা তাদের কর্মকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশের মানুষের প্রত্যাশা ছিলো তারা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু এর বিপরীতে তাদের দেখতে হলো নতুন ভোট ডাকাতির ইতিহাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।