Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবনে প্রথম ভোট দেয়া হলো না তরুণরা হতাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জীবনের প্রথম ভোট দেয়ার প্রবল ইচ্ছে থাকলেও তা পূরণ হলো না। চট্টগ্রামের অধিকাংশ এলাকায় গতকাল ভোটদানের আশায় যান নতুন তরুণশ্রেণির ভোটারগণ। কিন্তু ভোটকেন্দ্রে ভোটটি দিতে গিয়েই জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে। অথবা তারা ভোটকেন্দ্রে ঢুকতে গিয়েই বাধা-বিপত্তির মুখে পড়েন। ফিরে আসেন বাধ্য হয়ে। এরফলে তরুণরা হতাশ। 

চট্টগ্রামের অনেক ভোটকেন্দ্রের সামনে নবীন ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেল তারা ২০১৪ সালের নির্বাচনের আগে-পরে ভোটার তালিকাভূক্ত হন। তারা এ যাবৎ ‘ভোট’ কী তা নিজের অভিজ্ঞতায় দেখেননি জানেন না।
অনেকে গত ১২ বছর, ১০ বছর, ৫ বছর পর এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিলেন।
কলেজ-মাদরাসা, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সুবাদে শিক্ষার্থীরা শহর-নগর-গঞ্জ কিংবা গ্রাম-জনপদে যে যেখানে ভোটার সেখানে ছুটে আসেন ভোটের টানে মনের আনন্দে। তাদের মাঝে তীব্র আকাক্সক্ষা ছিল, স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। যাকে খুশী তার পক্ষে মূল্যবান রায় দেবেন। এই লক্ষ্য নিয়ে শীতের দাপটকে তুচ্ছ করে সকাল থেকেই তরুণ-যুবা ভোটাররা সবান্ধবে ভোটকেন্দ্রে চলে যান।
কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে তরুণরা চোখে যা যা দেখলেন কল্পনাকে হার মানায়।
ঢাকার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী চট্টগ্রামে তার বন্ধুকে ফোনে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন, ‘জীবনে প্রথম ভোটার হলাম, আজ ভোট দিতে গেলাম, ভোট দেয়া হয়ে গেছে জেনে মাথা নিচু করে বাড়ি ফিরলাম। আমি আর কোনো নির্বাচনে ভোটকেন্দ্রে যাবো না’।
চট্টগ্রাম নগরীর মুরাদপুরে অপর দুই বন্ধুর আলাপচারিতায় শোনা গেলো, তুই তো বেশ ভাগ্যবান। আমি ভোট দিতে ব্যর্থ হলাম অথচ তুই কিভাবে পারলি?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ