Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যালট বিপ্লবের মাধ্যমে জুলুম নির্যাতনের জবাব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ৩০ ডিসেম্বর ভোটারদেরকে সাহস ও হিম্মত নিয়ে খুব সকালে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ভয়ভীতি, হামলা, মামলা হুলিয়া কোন কিছুই দেশবাসীকে ভোট দিতে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। ৩০ ডিসেম্বর জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে সরকারের সীমাহীন দুর্নীতি, জুলুম, নির্যাতন, গুম, হত্যার জবাব দিবে ইনশাআল্লাহ।
তিনি দেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের ভোটারদেরকে সাহস ও হিম্মত নিয়ে খুব সকালে প্রস্তুতি নিয়ে সকল বাঁধা অতিক্রম করে ভোট কেন্দ্রে গিয়ে খেলাফত মজলিস ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের পক্ষে ভোট দেয়ার উদাত্ত আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ