Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফতুল্লায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক কারখানায় কাওছার আহমেদ ওরফে রাজিব নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।কাওছার পটুয়াখালী জেলার কাছিছিড়া গ্রামের হারুন ওরফে শাহজাহান সর্দারের একমাত্র ছেলে।
রোববার ভোর সাড়ে ৫টায় কুতুব আইল এলাকায় অবস্থিত ক্যাডটেক্স গার্মেন্টসের লিফটের নিচ থেকে কাওছারের নিথর দেহ উদ্ধার করে শ্রমিকরা।পরে তাকে শহরের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।শ্রমিকরা জানান, কাওছার গার্মেন্টের ৭ তলায় অবস্থিত প্রিন্ট বিভাগে রাত্রিকালীন ডিউটি করছিল। সকালে তারা এসে লিফটের নিচে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে।এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ