Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় আহত আরেকজনের মৃত্যু

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত নাজিম উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিমের মৃত্যু হয়।নাজিম উদ্দিনের বাড়ি পাড়িয়া ইউনিয়নের মাছুরিয়া গ্রামে। তিনি কৃষিকাজ করতেন।
এর আগে গতকাল বিকেলে সংঘর্ষে মাহবুব আলম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়। তাঁর বাড়িও পাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল জব্বার।সংঘর্ষে আহত পাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বাবুল (৩৫), নজরুল ইসলামের ছেলে আজিজুল (২৮), আবদুল গফুরের ছেলে লিয়াকত আলী (৩০) ও আবদুর রহমানের ছেলে নাসিরুল (৩৫) বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারধর করেন এবং গুলি ছোড়েন। এতে তিনজন গুলিবিদ্ধ হওয়াসহ পাঁচজন আহত হন।এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম গতকাল বলেছিলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মাহবুবকে মৃত অবস্থায় পান চিকিৎসকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ