Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসার ভাঙল অভিনেত্রী চৈতির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সংসার ভাঙলো ২০০৮ সালের লাক্স সুপারস্টার বিজয়ী ইসরাত জাহান চৈতির। চৈতি নিজেই তার সংসার খবর জানিয়েছেন। তিনি জানান, গত ৮ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে। ২০১৫ সালে ভালোবেসে বিয়ে করেন শাওন রায়কে। চৈতি বলেন, ২০১৫ সালের অক্টোবরে ভালোবেসে শাওনকে বিয়ে করি। শুরুতে আমাদের সংসার জীবন ভালোই চলছিল। কিছুদিন পর থেকে নানা বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একটা সময় এ নিয়ে নিজেদের মধ্যে দ্ব›দ্ব তৈরি হয়। দুই পরিবারের পক্ষ থেকে অনেকবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। সবশেষে, নিজের সিদ্ধান্ত ও পরিবারের পরামর্শে সংসার জীবনের ইতি টানলাম। পেশায় ব্যবসায়ী শাওন একজন থ্রিডি অ্যানিমেটর এবং গ্রাফিক্স ডিজাইনার।



 

Show all comments
  • Farhan Abir ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:৪৩ এএম says : 0
    এখানে আপনার একটা, ছবি দরকার ছিলো, যেহেতু লাক্স সুন্দুরী,,,, সংসার মতে,আমার মন্তব্যে আরেকটু ভেবে দেখলে, হতো না বিষয় টা,, একটা সংসার ভাঙা মানে একটা মেয়ের জন্য অনেক বেদনার,
    Total Reply(0) Reply
  • রহিম ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:১৯ পিএম says : 0
    টেনশন কিসের পুরান গেলে নতুন আসবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ