Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করলেন মাইলি সাইরাস-লিয়াম হেমসওয়ার্থ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অবশেষে গায়িকা মাইলি সাইরাস আর অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ বিয়ে করেছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে তারা ম্যালিবুতে অবস্থিত তাদের সাগর তীরের বাড়িতে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা দাবানলে পুড়ে যাওয়াতে তা হল না। বিবিসি জানিয়েছে মাইলি তার দীর্ঘদিনের প্রেমিক লিয়ামকে বিয়ে করেছেন। গত মাসে ক্যালিফোর্নিয়ার দাবানলে তাদের ম্যালিবুর বাড়িটি পুড়ে যাবার পর দুই তারকা মাইলিদের ফ্র্যাঙ্কলিন, টেনেসির বাড়িতে গিয়ে সেখানেই শুভকাজ সম্পন্ন করেন। মাইলির ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, “তারা ম্যালিবুতে অবকাশ যাপনকালে বিয়ে করতে চেয়েছিল, তাদের পরিবারের সদস্যরাও সেখানে জড়ো হয়েছিল, কিন্তু তারা টেনেসিতেই ছিল।” ম্যালিবুর বাড়িটি পুড়ে যাওয়ায় মাইলি খুব দুঃখ পেয়েছেন তবে সম্প্রতি তিনি রায়েন সিক্রেস্টকে জানিয়েছেন ধকল সামলে তিনি এখন ভাল বোধ করছেন। হেমসওয়ার্থ (২৮) কিছুদিন আগে তাদের ম্যালিবুর বাড়ির ছাঁইয়ের মধ্যে ‘এল-ও-ভি-ই’ লেখা একটি ছবি প্রকাশ করেছেন। এর সূত্র ধরে মাইলি লিখেছেন “বাস্তবে ঠিক তাই অবশিষ্ট আছে, তাই আমার কাছে এটি কাব্যিক মনে হয়েছে। বাহ্যিক জিনিসগুলো আবার গড়ে তোলা যায় কিন্তু ভালবাসা ধ্বংস হয় না। তা রয়েই যায় আর শক্তিশালী হয়। আর তা অন্ধকারে আমাকে আলো দেখায়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ