রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের বাংলাদেশ আ.লীগ নৌকার প্রার্থী সাবেক সিনিয়র সচিব মো. মনজুর হোগেণ বুলবুলের জয়ের লক্ষে গভীর রাত পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে উঠান বৈঠক করেছেন।
গত বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে গভীর রাত পর্যন্ত ভোটারদের নিয়ে উঠান বৈঠকে নৌকার প্রার্থী মো. মনজুর হোসেন বুলবুলের জয়ের জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। রাত সাড়ে ৮টায় নিজ গ্রামে মোঃ কাশেম মোল্যার বাড়িতে এবং তার সভাপতিত্বে এবং মোঃ জিয়াউর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহেদুন নবী মনি।
এ সময় বক্তক্য রাখেন উপজেলা
কৃষকলীগের সহ-সভাপতি মোঃ ওয়াদুদ খান বাদশাহ, রায়পুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান হেলাল, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও মাদ্রাসা শিক্ষক মোঃ ত্বোয়াহা, কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মাসুদুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ তারেক রহমান, আখ সংগ্রহ কমিটির সদস্য মোঃ গফুর, খলিল ও আবু হানিফ মোল্যাসহ প্রমুখ। বক্তাগণ ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।