রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নির্বাচনী প্রচারণার ডামাঢোল শেষ। এখন অপেক্ষা শুধু ভোটের। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন থেকে ভোটের মাঠে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় প্রার্থীদের। টানা ১৯ দিনের পথচলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে আ.লীগ ও বিএনপির প্রার্থীরা ভোটের মাঠ গরম করে তুলেন। কিন্তু ভোটের মাঠে কুমিল্লার ১১টি নির্বাচনী এলাকার বেশিরভাগ আসনে মাঠে নিস্ক্রিয় ছিলো ধানের শীষের প্রার্থীরা। প্রতিপক্ষের হামলা-মামলা এড়িয়ে ভোটের মাঠ গুছিয়ে রেখেছেন এমন আভাস বিএনপির নেতাদের বক্তব্যে জানা যায়। কুমিল্লার ধানের শীষের প্রার্থীরা আগামীকালের বহুল প্রত্যাশিত ভোট সুষ্ঠু, নিরপেক্ষ হবে এমন আশায় বুক বেধেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে গতকাল। কুমিল্লা-১০ আসনে নৌকার প্রভাবে ভোটের মাঠে শেষ মুহূর্তেও নিশ্চুপ বিএনপি প্রার্থী কারাবন্দি মনিরুল হক চৌধুরীর মেয়ে সায়মা ফেরদৌস মাঠে সক্রিয় ছিলেন। কুমিল্লা-১১ আসনে ধানের শীষ নিয়ে মাঠে নামার সাহসই পাননি জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রথমদিকে কয়েকদিন মাঠে থাকলেও শেষ মুহূর্তে সদরে দেখা নেই ধানের শীষের কুমিল্লা-৫ ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ইউনুস। শেষ মুহূর্তে মাঠে নেমেও হামলার শিকার হন তিনি। কুমিল্লা-৪ আসনে বেকায়দায় ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল মালেক রতন। জেএসডি (রব) থেকে মনোনয়ন পাওয়া এই নেতা ধানের শীষ নিয়েও মাঠে সরব নেই।
তবে বাকি ৫টির কুমিল্লা-১ এবং ২ আসনের বিএনপি প্রার্থী ড. মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কেএম মুজিবুল হক, কুমিল্লা-৭ আসনের ঐক্যফ্রন্টের (এলডিপি) প্রার্থী রেদোয়ান আহমেদ এবং কুমিল্লা-৮ আসনের বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের সুমন নির্বাচনী এলাকায় প্রতিপক্ষের হামলা-মামলা মোকাবেল করে ধানের শীষ নিয়ে প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সরব ছিলেন। এসব আসনের ধানের শীষের দায়িত্বশীল নেতারা দৃঢ়তার সাথে বলেন, ভোট সুষ্ঠু হলে এবং দলের নেতাকর্মীরা ভোটের দিন প্রথম থেকে শেষ পর্যন্ত সাহস ও নিষ্ঠার সাথে ভোটকেন্দ্রের পাহারার দায়িত্বে থাকলে ধানের শীষের বিজয় নিয়ে তারা ঘরে ফিরবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।