Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বঞ্চিতরাও

সুনামগঞ্জ-৪

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। গত বৃহস্পতিবার বিএনপি (ঐক্যফ্রন্ট) মনোনীত প্রার্থী ফজলুল হক আসপিয়ার পক্ষে ধানের শীষের প্রচারণায় বিএনপির মনোনীয় বঞ্চিত জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন। শহরের পুরাতন বাসস্টেন্ড থেকে লিফলেট বিতরণ করেন অনেক নেতা। এ সময় এ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ফজলুল হক আসপিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, যুগ্ম সম্পাদক নূর হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।

এ আসনে জাতীয় পার্টি (মহাজোট) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুলর রহমানের পক্ষে লাঙ্গল প্রতীকে প্রচারণা চালাল জেলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপি মতিউর রহমান, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও এ আসেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ আজিজুল হক রিক্সা প্রতীক নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তানভীর আহমদ তাছলিম হাতপাখা প্রতীক নিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মোহাম্মসদ দিলোয়ার আম প্রতীক নিয়ে, বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী আল হেলাল মো. ইকবাল মাহমুদ হারিকেন প্রতীক নিয়ে ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান সিংহ প্রতীক নিয়ে প্রচারণা শেষ করেছেন। এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৩০ জন। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪৪৯ জন পুরুষ ও ১ লাখ ৪৪ হাজার ৫৮১ জন নারী ভোটার। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৭ টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ