Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় খাল খনন উদ্বোধন করলেন পাউবোর প্রধান প্রকৌশলী

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৬৪টি জেলায় ছোট নদী, খাল খনন ও জলাশয় পুনখনন প্রকল্প (১ম পর্যায়) উদ্বোধন করেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একেএম মহিউদ্দিন চৌধুরী। ৬৪টি জেলার মধ্যে গত বুধবার ফরিদপুরের সালথায় এই কার্যক্রম শুরু হয়। প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে এই খাল খননের প্রকল্প শুরু হয়েছে। এতে গ্রামের কৃষকরা ধান খেতে পানি, মাছ চাষ প্রকল্পসহ চাষীদের চাহিদা মেটাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সুলতান মাহমুদ, সামাজিক বন বিভাগ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ এনামুল হক ভুঁইয়া, ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউটের পরিচালক স্বপন কুমার দাস, প্রশিক্ষণ মৎস ও সম্প্রসারণ কেন্দ্রের কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, স্থানীয় কৃষক অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাজী মোঃ আসাদুজ্জামান খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ