রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনটি আ.লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবুর নৌকা প্রর্তীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রচারনার শেষ হওয়ায় গতকাল শুক্রবার প্রার্থীরা নিজ নিজ বাসায় নেতা-কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সময় কাটিয়েছেন।
জানা যায়, নারায়ণগঞ্জ-২ আগনটি ২ টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮শ ৬৭ টি। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ১শ ২২টি এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭শ ৪৫টি। ভোট কেন্দ্র ১ শ ১৩টি। ইতোমধ্যে প্রশাসন নির্বাচন আয়োজন করতে সকল প্রস্তুুতি সম্পন্ন করেছেন।
এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলো আ.লীগের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, বিএনপির নজরুল ইসলাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন ও কমিউনিস্ট পাটির হাফিজুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।