রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুরআনের আইন চাই, হাতপাখায় ভোট চাই। এই স্লোগানের মধ্য দিয়ে গতকাল নরসিংদীতে শেষ হয়েছে ইসলামী আন্দোলনের আখেরি প্রচারণা। নরসিংদী-১, সদর আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আশরাফ হোগেণ ভূঁইয়া তার হাতপাখার প্রচারণা শেষ করেছেন বিশাল মিছিলের মাধ্যমে। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী জেলা শহরের পশ্চিম প্রান্ত শাহপ্রতাপ এলাকায় সমবেত হয় ইসলামী আন্দোলনের শত শত নেতাকর্মী ও সমর্থক। সেখান থেকে মাওলানা আব্দুল বারী ও প্রার্থী আশরাফ হোগেণ ভূঁইয়ার নেতৃত্বে নির্বাচনী মিছিলে সংগঠিত হয়ে খাটেহারা, নতুন বাসস্ট্যান্ড, শালিধা, সাটিরপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, বৌয়াকুড়, শিক্ষাচত্বর, কোর্ট রোড হয়ে জেলখানার মোড় গিয়ে এক নির্বাচনী সমাবেশে মিলিত হয়। মিছিলকারীরা স্লোগান দেয় টুপিওয়ালার মার্কা হাতপাখা হাতপাখা, দাড়িওয়ালার মার্কা হাতপাখা হাতপাখা, জুব্বাওয়ালার মার্কা হাতপাখা হাতপাখা। কুরআন-হাদিসের মার্কা-হাতপাখা হাতপাখা, শান্তি-ঘুমের মার্কা হাতপাখা হাতপাখা। ইসলামী আন্দোলন, নরসিংদীর সভাপতি মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে বক্তৃতা করেন সদর প্রার্থী আশরাফ হোগেণ ভূঁইয়া। তিনি বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হলে সমাজে জুলুম থাকবে না, বিনা অপরাধে জেল খাটতে হবে না, মিথ্যা মামলা সুযোগ থাকবে না, পুলিশি হয়রানির শিকার হতে হবে না, চুরি-ডাকাতি, রাহাজানি, খুন-গুম, লুট হানাহানি, মারামারি, হিংসা-বিদ্বেষসহ সকল অপরাধ দূর হয়ে যাবে। ইসলামী আইন চালু হলে দুর্নীতির মূলোৎপাটিত হয়ে যাবে। সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মানুষের মধ্যে আল্লাহ ভীতি জাগরিত হলে মানুষ পাপের পথ ছেড়ে সত্য ও ন্যায়ের পথে ধাবিত হবে। আল্লাহ ভীতিই মানুষের মধ্যে পাপানূভুতির সৃষ্টি করে। তিনি বলেন আপনারা বহু দল বহু মার্কায় ভোট দিয়েছেন। একবার হাতপাখায় ভোট দিন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার সুযোগ দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।