Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তিপূর্ণ নির্বাচনের প্রচারণা চালাচ্ছে মার্কিন দূতাবাস

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১:২০ এএম

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা পরিহার করতে অনলাইনে প্রচারণা চালাচ্ছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতবাসের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এ বিষয়ে একাধিক পোস্ট দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে দূতাবাসের ফেসবুক পেজ থেকে ‘মার্কিন দূতাবাস শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে’ শিরোনামে ‘শান্তির বীজ বপন করুন। যেমন কর্ম তেমন ফল’ লেখা পোস্টার প্রকাশ করা হয়েছে।
এ দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূত আর্ল মিলারের একটি বক্তব্য পোস্ট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুষ্ঠানে শান্তিপূর্ণ নির্বাচনের প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছিলেন সেই বক্তব্যই তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘আমরা আশা করি, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ