Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের বর্বরতা পাকিস্তানি বাহিনীকে হার মানিয়েছে

সংবাদ সম্মেলনে সুলতান মনসুর

এস এম উমেদ আলী, মৌলভীবাজার থেকে : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১:২০ এএম

জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা মৌলভীবাজার-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, কতিপয় অতি উৎসাহি পুলিশ যেভাবে নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে এতে ৭১ সালের পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতা হার মানিয়েছে। তার নির্বাচনী এলাকায় পুলিশ অতি উৎসাহি হয়ে উঠেছে। তারা নানাভাবে হয়রানি করছে।
তিনি বলেন, শুধু তাই না-মামলার ক্ষেত্র তৈরি করতে নৌকার সমর্থকরা নিজের অফিস নিজেরা ভাঙচুর করে তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, গায়বি মামলায় তার এ পর্যন্ত ৬ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় ডিবি পুলিশ জেলা বিএনপির নেতা ও কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামানকে গ্রেফতার করে। ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে নৌকার কর্মী সমর্থকদের এমন উগ্র সন্ত্রাসী কর্মকান্ডে এই নির্বাচনী এলাকায় এখন চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। ভোটের দিনকে সামনে রেখে পুরাতন মামলার পাশাপাশি একাধিক নতুন মামলায় চলছে গণগ্রেফতার। তারা পরিকল্পিতভাবে হামলা করে অফিস ও যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দেয়া হচ্ছে মামলা। মুঠোফোন ও বাড়িতে গিয়ে দেয়া হচ্ছে হুমকি। নির্বাচনকে সামনে রেখে এমন জানা অজানা মামলায় নাজেহাল মৌলভীবাজার-২ কুলাউড়ার বিএনপি, ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। প্রতিনিয়ত এমন হামলা মামলার ভয় আর গ্রেফতার এড়াতে ঘরছাড়া ধানের শীষের কর্মীরা। এখন ভোটের মাঠে চরম আতঙ্ক এই নির্বাচনী আসনে।
এ সময় তার সাথে ছিলেন সাবেক সংসদ সদস্য ও ২০ দলীয় ঐক্যজোটের অন্যতম কেন্দ্রীয় নেতা সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব প্রমুখ।



 

Show all comments
  • maha ২৮ ডিসেম্বর, ২০১৮, ৪:৫৯ এএম says : 0
    Complain to the United nations in writing with as much signatures you can get. They should stop taking corrupt BD police to UN duty
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:২৯ পিএম says : 0
    100%true no doubt
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ