Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ ডিসেম্বর ভয়ভীতি উপেক্ষা করে ভোট দিন

ব্রাহ্মণবাড়িয়ায় একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১:০১ এএম

 দাবি আদায়ের জন্যে, শান্তির সংগ্রামে, ন্যায় বিচারের সংগ্রামে ৩০ ডিসেম্বর সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট দেয়ার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান।
তিনি বলেছেন, যেভাবে জনসভা হয়েছে সেভাবে নির্বাচনও হবে। সুরঙ্গের শেষ মাথায় একটা আলো এখনো আমাদের সামনে আছে। আমরা আশা করবো সেনাবাহিনী মাঠে আছে। তারা তাদের ভূমিকা রাখবে। দেশপ্রেমিক সেনাবাহিনী যারা সারা বিশ্বে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যায় আজকে তারা যদি নিজের দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারে তা হবে দুঃখের বিষয়। তিনি গতকাল বুধবার বিকেলে উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় একথা বলেন। তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। ৭ দফা দিয়েছিলাম নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে। একটি দফাও যখন কার্যকর করা হয়নি। এরপরই আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী দল, ২০ দলীয় ঐক্যজোট, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনসভা বন্ধ করার জন্যে বিভিন্ন মহল চেষ্টা করেছে। আমরা সফল হয়েছি। সেভাবে নির্বাচনেও আমরা সফল হবো। আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে নিয়ে আমাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি, বিভিন্ন রকম উস্কানি, বিভিন্ন রকম কথা সৃষ্টি করা হচ্ছে।

আজকে বিশাল জনতাকে স্বাক্ষী রেখে বলতে চাই একবার জনতা যখন জেগে যায় তখন আর কোন শক্তি তাকে দমিয়ে রাখতে পারেনা। আজ নিজ দেশে পরাধীন আমরা। রাতে ঘরে ঘুমাতে পারেনা। জমির মধ্যে বিলের মধ্যে রাত কাটাতে হয়। জনগণ যাকে ভোট দেবে, যাকে ভালোবাসবে সে নির্বাচিত হবে। আপনেরা প্রশাসন নির্বাচন কে প্রভাবিত করার চেষ্টা করবেনা, আল্লাহর দোহাই লাগে। জনসভায় আসার পথে বন্ধু ও সহকর্মীদেরকে পিটিয়েছেন। লাঠি চার্জ করেছেন। আমি আপনাদের মাফ করে দিলাম। মাফ এই জন্যে করলাম মাফ ছাড়া আমার কাছে আর কিছু করার নেই। নিরিহ-নিরপরাধ লোক। দয়া করে ওদের ছেড়ে দেন। আর নাহলে প্রতিবাদ করতে পারলে প্রতিবাদ করবো। আর না করতে পারলে রোজ হাশরের দিন দায়ী থাকবেন ইনশাল্লাহ। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রেজুয়ান আহমেদ, সাবেক সংসদ সদস্য এসএম সাফি মাহমুদ, অধ্যক্ষ মো. নায়েম, মো. আলী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ