Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিরল উপজেলা চেয়ারম্যান আটকের প্রতিবাদ

আদালত চত্বরে গ্রামবাসীর অবস্থান

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১:০১ এএম

 দিনাজপুর-২ আসনের বিরল উপজেলা উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আনম বজলুর রশিদ কালুকে গতকাল ভোরে তার বাসা থেকে আটক করা হয়েছে। তাকে আটকের প্রতিবাদে বিরলের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আদালতে সমবেত হয় এবং তার মুক্তি দাবি করে। পূর্বের একটি নাশকতার মামলা ও পোস্টার ছেড়া সংক্রান্ত অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এসময় বিক্ষুদ্ধ মানুষ আদালত চত্বরে সেøাগান দিতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে কারাগারে নিয়ে যায়।

এর আগে তার সমর্থকদের নিয়ে দিনাজপুর-২ আসনের বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ জেলা রিটার্নিং কর্মকতা ও জেলা প্রশাসকের কাছে গেলে তিনি উপজেলা চেয়ারম্যানের বিষয়টি জানেন না বলে জানান। খোঁজ নিয়ে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ