প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনসচেতনতামূলক একটি তথ্যচিত্রে অভিনয় করলেন অভিনেত্রী রুনা খান। ফারুক আহমেদ টিটুর নির্দেশনায় তথ্যচিত্রের শূটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের একটি লোকেশনে। বিদেশগামী যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই তথ্যচিত্র নির্মিত হয়েছে বলে জানান রুনা খান। বিদেশগামী যাত্রীরা যেন সঠিকভাবে বিদেশ যাবার সব পন্থা জেনে বিদেশ যান সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। রুনা খান বলেন, ‘একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। বিদেশগামী যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই কাজটি করেছি। আমার মাধ্যমে যদি দেশের মানুষের উপকার হয় সেটিই হবে একজন নাগরিক হিসেবে আমার অর্জন। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে এই কাজটির সাথে সম্পৃক্ত করেছেন, বিশেষ করে নির্মাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, গত বছর তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ এবং বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমা দুটি মুক্তি পায়। দুটি সিনেমায় রুনা খানের অভিনয় বেশ প্রশংসিত হয়। রুনা খান বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেরও কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। নাটকগুলো হচ্ছে অনিমেষ আইচের ‘জোছনাময়ী’, ‘গুড ব্যাড আগলি’, অঞ্জন আইচের ‘থ্রি মেড’, যুবরাজ খানের ‘ব’তে বন্ধু’, আল হাজেনের ‘সুখের ভেতর অসুখ’, জুয়েল শরীফের ‘আলিবের অষ্টখন্ড’। এছাড়াও তিনি জুয়েল হাসানের দুটি খন্ড নাটক ‘বৌ ভাগ’ ও ‘বাবার বাদশা’তে অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।